খুলনা ফুলতলা রেলষ্টশন চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি: শেখ: শহিদুল ইসলাম মিঠু বিশেষ।
নিউজ :দৈনিক দেশের নিউজ -
ফুলতলা রেল স্টেশনে চত্বরে এক বিশাল ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, ভোটার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামি মো: এনামুল ইসলাম সোহেল, ভোটার সমাবেশ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, প্রধান অতিথি বক্তৃতায় বলেন, আগে দেখেছি হিন্দু মানে নৌকা, এখন বাংলাদেশে দেখবে হিন্দু মানে দাঁড়িপাল্লা, তার কারণ বাংলাদেশ জামাতে কখনো অন্যায়কে সমর্থন করে না, চাঁদাবাজকে সমর্থন করে না, বাংলাদেশ জামাতে সর্বসময় মিলেমিশ বসবাস করতে চাই, সবাইকে পারস্পারিক বন্ধু হিসেবে দেখতে চাই, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলনের কোন বিকল্প নেই, বাংলাদেশ জামাতে ইসলামী গণ মানুষের অধিকার আদায়ের অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে, ভোটার সমাবেশে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটার, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, প্রিন্সিপাল গাওসুল আজম হাদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলতলা উপজেলা, জামাতে ইসলামের আমীর অধ্যাপক আব্দুল হালীম মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ সিরাজুল ইসলাম, উক্ত অনুষ্ঠানে, বিভিন্ন নেতাকর্মীরা বক্তৃতা করেন।