
দুর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয় শীর্ষক মতবিনিময় সভা.
দিঘলিয়া খুলনা,নিউজ, দৈনিক দেশের নিউজ এর বিশেষ প্রতিনিধিঃ রেজোয়ান ( রাজা ]
“হঠাতে পারলে দুর্নীতি, হবে দেশের উন্নতি
দুর্নীতির করাল গ্রাস, করে দেশের সর্বনাশ”
গ্রীণফোর্স বাংলাদেশ দিঘলিয়া উপজেলা কর্তৃক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৩ টায় দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান গ্রীণফোর্স বাংলাদেশ মিকাইল রহমান। গ্রীণফোর্স বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার আহবায়ক মোঃ ফিরোজ আলী শেখের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল কো-অর্ডিনেটর গ্রীণফোর্স বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিচালক জাতীয় বিশ্ববিদ্যালয় খুলনা ও সভাপতি গ্রীণফোর্স বাংলাদেশ খুলনা জেলা ড. এস এম হক, ডেপুটি কো-অর্ডিনেটর গ্রীণফোর্স বাংলাদেশ অধ্যাপক জাহিদুল ইসলাম, সহ সভাপতি গ্রীণফোর্স বাংলাদেশ খুলনা বিভাগ সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাধারণ সম্পাদক গ্রীণফোর্স বাংলাদেশ খুলনা বিভাগ, সাধারণ সম্পাদক গ্রীণফোর্স বাংলাদেশ খুলনা জেলা অধ্যাপক খায়রুজ্জামান সরদার, আইন বিষয়ক সম্পাদক গ্রীণফোর্স বাংলাদেশ খুলনা বিভাগ এ্যাড. আশরাফুল আলী পাপপু। এছাড়াও এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুয়েটের সাবেক শিক্ষক ড. বাসুদেব ঘোষ, ডুমুরিয়ার শাহপুর মধুগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, দিঘলিয়া আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা সাজ্জাদুল ইসলাম, সেনহাটি এ্যাপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুদ্দিন লষ্কর, সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমাউন কবীর, গাজীরহাট হাজী নইমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মৃণাল কান্তি পাল, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার সরদার শহিদুল্লাহসহ সেনাবাহিনী ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আনসার সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির বড় ধরণের অন্তরায় দুর্নীতি। বাংলাদেশের উন্নয়ন হয়নি এ দেশের সর্বস্তরের দুর্নীতির কারণে। তাই দুর্নীতি প্রতিরোধে স্বেচ্ছায় সবাইকে এগিয়ে আসতে হবে। কঠোর হাতে দুর্নীতিকে বিদায় দিতে হবে।