
২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮৩
শেখ শহিদুল ইসলাম মিঠু, বিশেষ প্রতিনিধি,
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় (রবিবার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা) আরো ও ৬ জনের মৃত্যু হয়েছে, এতে এ বছর এখন পর্যন্ত মশাবাহিত জ্বরটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ২৬৯ জন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন,
সোমবার( ২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ,
স্বাস্থ্য অধিদপ্তর জানায়,গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে( সিটি করপোরেশনের বাইরে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১১ জন, ঢাকা বিভাগের ( সিটি করপোরেশনের বাইরে) ১৭২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১ জন রয়েছেন,
গত ২৪ ঘন্টায় ৯৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে এ যাবত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৬৩ হাজার ৪১৪ জন ডেঙ্গুরোগী