ফুলতলায় নবাগত ইউএনও' র যোগদান, শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিকরা।
দৈনিক দেশের নিউজ. অনলাইন সহ পএিকা.ই পেপার
ফুলতলা প্রতিনিধিঃরেজোয়ান আকুঞ্জী রাজা,/দৈনিক দেশের নিউজ
প্রথম বারের মত সুচি রাণী সাহা খুলনার ফুলতলা উপজেলার নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন । গত ২৬ অক্টোবর ২০২৫ আনুষ্ঠানিক ভাবে তিনি যোগাদান করেছেন। তিনি ঝিনাইদহ জেলার তালা উপজেলার সদরের সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন । আজ বুধবার দুপুর ১২ টায় বাংলাদেশ প্রেসক্লাব ফুলতলা উপজেলা শাখার নেতৃবৃন্দ মতবিনিময় ও সৌজন্যে স্বাক্ষাত করেন। এ সময় বিভিন্ন বিষয়ে আলোচনা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তৌহিদ রেজা, ফুলতলা থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব খুলনা জেলার সভাপতি মিয়া বদরুল আলম, ফুলতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজোয়ান আকুঞ্জী রাজা, সহ সভাপতি মাহাবুবুর রহমান, শহিদুল ইসলাম মিঠু, ইবাদুল ভূইয়া, এমরানুল ইসলাম বিপ্লব প্রমুখ। অপরদিকে ফুলতলার সদ্য বিদায়ী নির্বাহী অফিসার তাসনীম জাহান পদোন্নতি পেয়ে কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন । সদ্য বিদায়ী নির্বাহী অফিসার তাসনীম জাহান পদোন্নতি পেলে বটিয়াঘাটা উপজেলার উক্ত পদটি শূন্য হয় । গতকাল ২৬ অক্টোবর ২০২৫ উক্ত শুন্য পদে তিনি যোগদান করেন ।