দিনাজপুর জেলা ট্রাক-ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
নিউজ:,বিশেষ প্রতিনিধি: দিনাজপুর বিরল উপজেলা মোঃ সাইফুল ইসলাম।
নিউজ:দৈনিক দেশের নিউজ ওয়েবসাইট ও অনলাইনে সহ ই-পেপার পএিকা নিউজ দেখুন সঠিক তথ্যের অনুসন্ধানের সঠিক নিউজ।
অদ্য বুধবার (০৫ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ-২৪৫)-এর প্রধান কার্যালয় উত্তর গোসাইপুর (নিজস্ব ভবন), পিডিবি মোড়, সদর, দিনাজপুরের কনফারেন্স রুমে ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোঃ আনোয়ারুল হক।
সভা পরিচালনা করেন ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ সাদাকাতুল বারী।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউনিয়নের অর্থ সম্পাদক জনাব মোঃ স্বাধীন আহম্মেদ। এরপর ইউনিয়ন অন্তর্ভুক্ত মৃত শ্রমিক সদস্য ও নেতৃবৃন্দদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সভাপতি জনাব মোঃ আনোয়ারুল হক উপস্থিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন।
সভায় কার্যনির্বাহী পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।