বিরল পৌরসভার ২ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত, নিউজ :দৈনিক দেশের নিউজ,
বিশেষ প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম বিরল দিনাজপুর
আজ ১৫ নভেম্বর (শনিবার) বিকাল ৪টায় বিরল পৌরসভার ২ নং ওয়ার্ডের আয়োজনে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২ নং ওয়ার্ডের মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোঃ মারজান আলী, সদস্য, স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা
মোঃ আলমগীর হোসেন, সদস্য, স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা
সঞ্জয় কুমার দত্ত, সদস্য, স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা
মোঃ জুলফিকার হায়দার রবিন, সিনিয়র যুগ্ম আহবায়ক, স্বেচ্ছাসেবক দল দিনাজপুর পৌর শাখা
মোঃ নুরুজ্জামান হোসেন সোনার বিরল পৌরসভার সম্ভাব্য মেয়র পদ প্রার্থী ও সাধারণ সম্পাদক বিরল পৌরসভা,
মোঃ সাইফুল ইসলাম, আহবায়ক, বিরল পৌর শ্রমিক দল
মোঃ আমিনুল ইসলাম, সভাপতি, ২ নং ওয়ার্ড বিএনপি
এছাড়াও বিরল পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন মোঃ মমিনুল ইসলাম, আহবায়ক, স্বেচ্ছাসেবক দল বিরল পৌর শাখা।
সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দল বিরল পৌর শাখা।
কর্মীসভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। জনগণের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ের পথে নিয়ে যেতে দলবদ্ধভাবে কাজ করতে হবে।”বিশেষ প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম বিরল দিনাজপুর
কর্মীসভায় উপস্থিত সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।