
ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে তথাকথিত রায় প্রত্যাখান-যুক্তরাষ্ট্র প্রবাসীদের, নিউজ দৈনিক দেশের নিউজ,
নিউজ- বিশেষ প্রতিনিধি ; হাকিকুল ইসলাম খোকন,/ বাপসনিউজঃ ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের এই ‘রায়’ আদতে কোনো আইনি রায় নয়, এটি একটি রাজনৈতিক নাটক, একটি কৃত্রিম বিচার প্রক্রিয়া, যা আইনের দৃষ্টিতে শূন্য, সংবিধানের দৃষ্টিতে অবৈধ এবং জনগণের দৃষ্টিতে প্রহসন। আওয়ামী লীগ সভাপতি ও পাঁচ বারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তথাকথিত এই রায় আইন, ইতিহাস ও বিবেকের বিরুদ্ধে এক ভয়ংকর নগ্ন ষড়যন্ত্র! এটি একটি সুসংগঠিত অপপ্রচারের অংশ, যার উদ্দেশ্য আইন ও আদালত অপব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক ভাবে হেয় করা এবং বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়া। আমরা এই রায় ঘৃনাভরে প্রত্যাখান করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক,মানবাধিকার,পেশাজীবী,মুক্তিযোদ্ধা ,কবি,সহ ১০১জন নাগরিক ও বুদ্ধিজীবীগন ।তাদের মধ্যে অন্যতম হলেন,——-নিউইয়র্কে জয় ও চেলসি”র বিবাহ উওর সংবর্ধনা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা,কলামিস্ট,সাংবাদিক খুরশিদ আনোয়ার বাবলু ও নাসিমা আনোয়ার বাবলু”র একমাত্র তনয় পাইলট ও প্রকৌশলী নুসরাত গাজী জয় এবং যুক্তরাষ্ট্রের মুলধারার স্টেফেন ব্লেকলে করবেট ও রবিন লেন্ডেন ব্লেকলে”র তনয়া চেলসি ব্লেকলের বিবাহ উওর সংবর্ধনা অনুষ্ঠিত হয় গত শুক্রবার,১৪ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের ঐতিহাসিক ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা ভেনকোয়েট পার্টি হলে,১ মেরিনা রোড,করোনা,নিউইয়র্ক,এনওয়াই-১১৩৬৮।উল্লেখ্য,প্রকৌশল নুসরাত গাজী জয় ওয়াসিংটন ষ্টেটের রাজধানী সিয়াটলে আমেরিকান পাইলট হিসেবে কর্মরত এবং চেলসিয়া ব্লেকলে সিয়াটলে আমেরিকান স্কুল শিক্ষক হিসেবে কর্মরত।তারা দ”জন একে অপরের দীর্ঘ দিনের জানা-চেনা-ঘনিষ্ঠতা এরং পরিনয় ।পরে তাদের দু”পরিবারের সম্মতিতেই পারিবারিক ভাবে বিয়ে সম্পন্ন হয় ।উক্ত অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক,শিল্পী,সাহিত্যিক, সাংবাদিক,কলামিস্ট,কবি ও মুক্তিযোদ্ধা সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রায় দুইশতাধিক অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ।খবর আইবিএননিউজ ।এতে কনের বাবা,মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা সিয়াটল থেকে এসেছেন ।এতে প্রবাসের অন্যান্যদের মাঝে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা,বাকসু’র সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা এবং কলামিস্ট ড.প্রদিপ রজ্ঞন কর,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম,রাজনৈতিক বিশ্লেষক ইঞ্জিনিয়ার জিয়া করিম,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা হাজী শফিকুল আলম,অন্যতম উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ড.মহসিন আলী,অন্তম উপদেষ্টা ড.বামন দাস বসু,অন্যতম উপদেষ্টা,সংবাদ সংস্থা ও পোর্টাল জার্নালিজম এর অগ্রদূত,বাপসনিউজ এডিটর এবং সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,অন্যতম উপদেষ্টা রমেশ নাথ,দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী,শিক্ষা বিষয়ক সম্পাদক ও কলামিস্ট এমএ করিম জাহাঙ্গীর,আওয়ামী লীগ নেতা আকতার হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ড নর্থ আমেরিকার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ,বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট মকবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,বীর মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী তাজুল ইমাম, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী,শেখ কামাল সৃতি সংসদ যুক্তরাষ্ট্র এর সভাপতি ডাঃমাসুদুল হাসান,মিসেস ডাঃমাসুদুল হাসান, অভিনেত্রী ও এক্টিভিস্ট লুৎফুন নাহার লতা,,শিরি শিশু সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রবীন শিশু সাহিত্যিক প্রয়াত হাসানুর রহমানের স্ত্রী রবীন্দ্র সংগীতশিল্পী পারভীন রহমান, সাংস্কৃতিক সংগঠক জলি কর,টকশো এ্যাংকর ড.সেলিনা আফরীন রিতা,জনপ্রিয় নিউজ পোর্টাল আইবিএননিউজ২৪.কম সম্পাদক আয়েশা আক্তার রুবি,আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশের অরিজিন সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাংবাদিক হেলাল মাহমুদ,নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আরিফুর রহমান আরিফ,আওয়ামী লীগ নেতা একে চৌধুরী,আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মিলন,আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক ওসমান গনি,আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক বিশ্বজিৎ সাহা,আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক সুহাস বড়ুয়া,বংগবন্ধু আইনজীবী পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি এডভোকেট মুর্শিদা জাহান,এডভোকেট জাকির এইচ মিয়া,এডভোকেট মোহাম্মদ আলী বাবুল,শেখ হাসিনা মন্ত্রের সভাপতি জালাল উদ্দীন জলিল,সাধারণ সম্পাদক কায়কোবাদ খান,সিনিয়র সহ সভাপতি টি.মোল্লা,সহ সভাপতি মিজানুল হাসান,সহ সভাপতি দেলওয়ার হোসেন মোল্লা,যুক্তরাষ্ট্র ছাত্র লীগের সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন,যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার,সাংবাদিক মোঃ নাসির,কবি ফজলুল কাদের,বীর মুক্তিযোদ্ধা ও কবি অবিনাশ আচার্য্য,আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বাংগালি,আওয়ামী লীগ নেতা ইসলাম উদ্দীন পংকি,আওয়ামী লীগ নেতা আবদুল সহিদ নান্নু,আওয়ামী লীগ নেএী জেসমিন আক্তার কহিনুর প্রমুখ সহ ১০১ জন প্রবাসী।