নিউইয়র্কে জয় ও চেলসি”র বিবাহ উওর সংবর্ধনা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায়, নিউজ -দৈনিক দেশের নিউজ বিশেষ প্রতিনিধি: হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা,কলামিস্ট,সাংবাদিক খুরশিদ আনোয়ার বাবলু ও নাসিমা আনোয়ার বাবলু”র একমাত্র তনয় পাইলট ও প্রকৌশলী নুসরাত গাজী জয় এবং যুক্তরাষ্ট্রের মুলধারার স্টেফেন ব্লেকলে করবেট ও রবিন লেন্ডেন ব্লেকলে”র তনয়া চেলসি ব্লেকলের বিবাহ উওর সংবর্ধনা অনুষ্ঠিত হয় গত শুক্রবার,১৪ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের ঐতিহাসিক ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা ভেনকোয়েট পার্টি হলে,১ মেরিনা রোড,করোনা,নিউইয়র্ক,এনওয়াই-১১৩৬৮।উল্লেখ্য,প্রকৌশল নুসরাত গাজী জয় ওয়াসিংটন ষ্টেটের রাজধানী সিয়াটলে আমেরিকান পাইলট হিসেবে কর্মরত এবং চেলসিয়া ব্লেকলে সিয়াটলে আমেরিকান স্কুল শিক্ষক হিসেবে কর্মরত।তারা দ”জন একে অপরের দীর্ঘ দিনের জানা-চেনা-ঘনিষ্ঠতা এরং পরিনয় ।পরে তাদের দু”পরিবারের সম্মতিতেই পারিবারিক ভাবে বিয়ে সম্পন্ন হয় ।উক্ত অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক,শিল্পী,সাহিত্যিক, সাংবাদিক,কলামিস্ট,কবি ও মুক্তিযোদ্ধা সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রায় দুইশতাধিক অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ।খবর আইবিএননিউজ ।এতে কনের বাবা,মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা সিয়াটল থেকে এসেছেন ।এতে প্রবাসের অন্যান্যদের মাঝে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান,অন্যতম উপদেষ্টা,বাকসু’র সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা এবং কলামিস্ট ড.প্রদিপ রজ্ঞন কর,অন্যতম উপদেষ্টা,সংবাদ সংস্থা ও পোর্টাল জার্নালিজম এর অগ্রদূত,বাপসনিউজ এডিটর এবং সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী,আওয়ামীলীগ নেএী শাহানারা রহমান,আওয়ামী লীগ নেতা আকতার হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ড নর্থ আমেরিকার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ,বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট মকবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,বীর মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী তাজুল ইমাম, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী,শেখ কামাল সৃতি সংসদ যুক্তরাষ্ট্র এর সভাপতি ডাঃমাসুদুল হাসান,মিসেস ডাঃমাসুদুল হাসান, অভিনেত্রী ও এক্টিভিস্ট লুৎফুন নাহার লতা,,শিরি শিশু সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রবীন শিশু সাহিত্যিক প্রয়াত হাসানুর রহমানের স্ত্রী রবীন্দ্র সংগীতশিল্পী পারভীন রহমান, সাংস্কৃতিক সংগঠক জলি কর,টকশো এ্যাংকর ড.সেলিনা আফরীন রিতা,জনপ্রিয় নিউজ পোর্টাল আইবিএননিউজ২৪.কম সম্পাদক আয়েশা আক্তার রুবি এবং বীর মুক্তিযোদ্ধা ,কলামিস্ট ও সাংবাদিক খুরশিদ আলমের বাবলুর বেয়াই ড.রফিক আহমেদ এর পরিবার প্রমূখ ।অনুষ্ঠানে ডিজে পার্টি ও সংগীতায়োজন ছিল প্রশংসনীয় এবং নৈশভোজ পরিবেশন করা হয় যা ছিল মজাদার।