নিচ্ছিদ্র নিরাপত্তায় ফরিদপুরের ভাঙ্গা
নিউজ/দৈনিক দেশের নিউজ এর,বিশেষ প্রতিনিধি :- মোঃ রফিকুল ইসলাম।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে ফরিদপুরের ভাঙ্গায় নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই ভাঙ্গা গোল চত্বর সহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা গোল চত্বর পরিদর্শনে আসেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এসময় পুলিশ সুপার মো: আব্দুল জলিল সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, জনসাধারনের জানমাল রক্ষা ও নিরাপত্তায় সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।