সাতক্ষীরা, আশাশুনি থানার আনুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব এলাহী বক্স আর নেই, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। নিউজ -দৈনিক দেশের নিউজ।বিশেষ প্রতিনিধি:রিপোর্টার মোঃ রফিকুল ইসলাম।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও হৃদ রোগে আক্রান্ত হয়ে গত ১৭ ই নভেম্বর নিজ বাড়িতে সকাল ৯.৫০ মিনিটে নিয়তির ডাকে সাড়া দিয়ে দুনিয়ায় মায়া ত্যাগ করে পরপারে চলে যান। নিয়তির ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার সময় এক স্ত্রী দুই পুত্র ও দুই পুত্রবধু দুই কন্যা চার নাতি নাতনি ও তিন পোতা- পুত্নি রেখে যান।তার এন্তেকালে এলাকায় যেন শোকের ছায়া নেমেছে। তাকে হারিয়ে দেশ ও তথা আনুলিয়া ইউনিয়ন বাসী একজন ন্যায়বিচারক ও সুদক্ষ সফল চেয়ারম্যান কে হারিয়েছে বলে এক বিশেষ সাক্ষাৎকারে জানা যায়। আজ সকাল ১০ ঘটিকায় চেঁচুয়া মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা র মাঠে হাজার হাজার মুসুল্লি ও ভক্তঅনুরাগীদের উপস্থিতে জানাজা সম্পন্ন করা হয়।
তার জানাজায় ইমামতি করেন তার ই সহদর ভাই মাওঃ আব্দুর রশিদ ঢাকা আলিয়া মাদ্রাসা র প্রাক্তন সুপার সাহেব।
জানাজা সম্পন্ন করে তাকে তার পারিবারিক কবর স্থানে মায়ের কবরের পাশে অছিহাত মাফিক সমাহিত করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আশাশুনি থানার জামায়াতের এম পি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসার সহ দল মত নির্বিশেষে আরো অনেকে।
পরিশেষে নামাজ বাদে তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দানের জন্য দোওয়া করা হয়।
দৈনিক দেশের নিউজ অনলাইন সহ ই-পেপার পএিকা নিউজ দেখুন সঠিক তথ্যের অনুসন্ধানের সঠিক নিউজ।