
খুলনা ফুলতলা উপজেলা,ফুলতলা পায়গ্রাম কসবা এলাকা প্রতি রাতে চুরি হচ্ছে,
নিউজ-দৈনিক দেশের নিউজ.
বিশেষ প্রতিনিধি,শেখ শহিদুল ইসলাম মিঠু।
ফুলতলা থানার পায়গ্রাম কসবা ২ নং ওয়ার্ডে প্রতিরাতে কোন না কোন পরিবারে চুরি হচ্ছে, গ্যাস সিলিন্ডার, সন্ধ্যার পর রান্নাঘরের চুলা থেকে বিচ্ছিন্ন করে একাধিক পরিবারের গ্যাস সিলিন্ডার চুরি হয়ে চলেছে, সন্ধ্যার পর বাড়ির মহিলারা আতঙ্কে অবস্থান করছেন, কিছুদিন পূর্বে কলা চোর ভ্যান চোর ধরা পড়লে ও কোন এক অজ্ঞাত কারণে, বিচার করা সম্ভব হয়নি, গ্রামবাসী মনে করছেন, পূর্বের চোরেদের বিচার হলে আইনের আওতায় অন্তর্ভুক্ত করতে পারলে, কিছুটা হলে ও চুরির উপদ্রব কমানো যেত, চোরদের বহুরূপী রূপ বদলানোর কারণে, এক সময়ে গ্রামের সকল কলা চুরি, কিছুদিন পূর্বে বড়জের পান চুরির হিড়িক, চুই চুরি,ভ্যান চুরি,আবার কখনো প্রতারণা, আবার সরকারি প্রতিষ্ঠানের চুরি, স্কুল এবং হাসপাতালে,দীর্ঘদিন থেকে শতাধিকবার চুরি হলেও চোরেদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি, রাতের আঁধারে তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি, ইজিবাইক চুরি, পায়গ্রাম কসবায় ২ নং ওয়ার্ড প্রতি রাতে কোন না কোন বাড়িতে চুরি হচ্ছে, কোন অবস্থাতে প্রতিরোধ করা যাচ্ছে না, সাধারণ মানুষ মনে করছেন, অপরাধীদের আইনের আওতায় না আনলে, অপরাধের মাত্রা আরও বৃদ্ধি পাবে,