জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন ইউএসএ এর সেমিনার ৭ ডিসেম্বর, রবিববার নিউজ দৈনিক দেশের নিউজ. বিশেষ প্রতিনিধি নিউইয়কের থেকে পাঠানো তথ্যের নিউজ ;হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ
জাতিসংঘ কর্তৃক জেনোসাইড (গণহত্যা) অপরাধের ভিকটিমদের সম্মান ও মর্যাদা এবং এই অপরাধ প্রতিরোধে ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ ৭ ডিসেম্বর ২০২৫,রবিববার সন্ধ্যা ৬ টায় নিউইয়কের জুইস সেন্টারে জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন ইউএসএ এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।খবর আইবিএননিউজ ।
·বিশেষ ভাবে “ক্যাংগারু ট্রাইবুন্যালে শেখ হাসিনা ও আসাদুজামান কামালের প্রহসনের বিচার ও রায়" শীর্ষক সেমিনার ও আলোচনা উল্লেখ্য।
দিবসটি স্মরণে বিভিন্ন কর্মসূচীতে সবার সাদর উপস্থিতি বিশেষ ভাবে কামনা করেছেন সংগঠনের পক্ষথেকে ।
এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সাবেক পররাস্ট্রমন্ত্রী ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক কুটনৈতিক ড.একে আবদুল মোমেন ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক সিনিয়র প্রসিকিউটর এডভোকেট অমর আলী ইসলাম,সাবেক সহকারী এটনী জেনারেল এ্যাভোকেট আবদুর রকিব মন্টু,
কি নোট পেপার উপস্থাপনা করবেন জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন ইউএসএ এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ডঃ প্রদীপ রঞ্জন কর ।এতে সবাইকে সাদর অংশনেয়ার আহবান জানিয়েছেন জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন ইউএসএ এর
সাধারন সম্পাদক মঞ্জুর চৌধূরী ।