ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি বদরুল, সেক্রেটারী মুজিবর নব নির্বাচিত সভাপতি ও সেক্রেটারীকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন উপদেষ্টামন্ডলী।নিউজ, দৈনিক দেশের নিউজ/নিউজ; রেজোয়ান রাজা – গতকাল শুক্রবার খুলনাতে ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ঘটে। নব নির্বাচিত কমিটিতে মিয়া বদরুল আলম সভাপতি ও সেক্রেটারী হিসেবে মনোনীত হন মোড়ল মুজিবুর রহমান। কমিটিতে অন্যান্য পদে মনোনীত হন সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক আবু দাউদ ইমরান, যুগ্ম সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, রেজোয়ান আকুঞ্জী রাজা, অর্থ সম্পাদক শেখ মো. ইউসুফ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইনসাফ আহমেদ, ওয়ালিউল্ল্যাহ, দপ্তর সম্পাদক মো. সমুন ও কার্যকরি কমিটির সদস্য হিসেবে মনোনীত হন মমিনুর রহমান, শেখ রাহুল হোসেন। আগামী এক বছরের জন্য কমিটি অনুমোদন প্রদান করা হয়। এছাড়া প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে মো. আবু হামজা বাঁধন, সুমন সরদার ও সিনিয়র সাংবাদিক আনন্দ কুমার স্বরের নাম ঘোষনা করা হয়। উল্লেখ্য, খুলনার খানজাহান আলী থানা ও ফুলতলা থানা এলাকার প্রবীণ ও তরুণ সংবাদকর্মীদের সমন্বয়ে প্রেস ক্লাবটির যাত্রা শুরু হয়। সাংবাদিকদের এই সংগঠনে সদস্য হতে গেলে কমপক্ষে এস এস সি বা সমমান পাশ হওয়াটি বাধ্যতামূলক হতে হবে বলে মনে মন্তব্য করেণ নেতৃবৃন্দ। এছাড়া ক্লাবের প্রকৃত পেশাদার সাংবাদিক ছাড়া কাউকে সদস্যপদ দেওয়া হবে না বলে ঘোষনা দেন প্রেস ক্লাবের সভাপতি মিয়া বদরুল আলম।