ফুলতলা খানজাহান আলী মডেল প্রেসক্লাব, ঐক্যের বিকল্প নেই, নিউজ,দৈনিক দেশের নিউজ, শেখ শহিদুল ইসলাম মিঠু, বিশেষ প্রতিনিধি, খুলনা ফুলতলা খানজাহান আলী, মডেল প্রেসক্লাব অসহায় নির্যাতিত, সাংবাদিকদের জন্য প্রতিষ্ঠিত হয়েছে ফুলতলা খান জাহান আলী মডেল প্রেসক্লাব, শতাধিক সাংবাদিক দের নিয়ে প্রথম পথচলা, ২০২৫ শুভ উদ্বোধন করা হয়েছে, খুলনা, দৌলতপুর, শিরোমনি, এবং ফুলতলা, সাংবাদিক বিন্দু একত্রিত হয়ে, ফুলতলা খানজাহান আলী মডেল প্রেসক্লাব বিজয়ের মাসে পথচলা, ক্ষমতার চেয়ার নয়, সমঝোতার চেয়ারে বসে, সবাইকে ইনসাফের পথে এনে সত্যে উদঘাটনে সুন্দর বাংলাদেশ গাড়ার ঐক্যের বিকল্প নেই স্লোগানে, প্রকৃত সাংবাদিকদের রক্ষাতে, ফুলতলা খানজাহান আলী মডেল প্রেসক্লাব, এটা একটি অরাজনৈতিক প্রেসক্লাব, সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, ফুলতলা খানজাহান আলী মডেল প্রেসক্লাবে, সভাপতি নির্বাচিত হন, মিয়া বদরুল আলম, সেক্রেটারি মোড়ল মুজিবর রহমান, সঞ্চালনায় প্রধান আব্দুল কুদ্দুস, এ সময় ফিতা কেটে ক্লাবের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন, প্রেসক্লাব ফুলতলার সভাপতি তাপস কুমার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো,আবু হামজা বাধন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আনন্দ কুমার, সুমন সরদার, জাহিদুর রহমান, মেহেদী হাসান, আনাস হোসেন, রেজওয়ান আকুঞ্জি রাজা, শেখ শহিদুল ইসলাম মিঠু,গাজী নাসির উদ্দিন, মাহাবুবুর রহমান, তুহিন খান, পাভেল গাজী, মামুন মোল্লা, খালিদুজ্জামান চয়ন, মোড়ল মনিরুল ইসলাম, এস কে সোহেল, গাজী জালাল আহমেদ, ইমরান মিয়া, মাহাবুবুর রহমান বিশ্বাস, পথের বাজার পুলিশ ক্যাম্পের পুলিশ কর্মকর্তা মাসুম এ এস আই কামরুজ্জামান, ফুলতলা খানজাহান আলী মডেল প্রেসক্লাবের আগামী এক বছরের জন্য নির্বাচিত হন, সভাপতি পদে, মিয়া বদরুল আলম, সেক্রেটারী মোড়ল মুজিবর রহমান, সহ-সভাপতি আবু দাউদ ইমরান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান আকুঞ্জি রাজা, আল আমিন খান, অর্থ সম্পাদক শেখ ইউসুফ, দপ্তর সম্পাদক মো,সুমন মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো,ওলিউল্লাহ, ইনসাফ আহমেদ পলক, এসএম মমিনুর রহমান, শেখ রাহুল হোসেস,