খুলনায় আদালত প্রাঙ্গণ জোড়া খুনের প্রধান আসামি গ্রেফতার,
নিউজ,দৈনিক দেশের নিউজ,
শেখ শহিদুল ইসলাম মিঠু, বিশেষ প্রতিনিধি,
খুলনায় আদালতের সামনে ডাবল মার্ডারের ঘটনায় জড়িত মো: এজাজুর হোসেনকে গ্রেফতার করেছে র্যাব ৬ বৃহস্পতিবার( ১৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব ৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নিস্তার আহমেদ,,
তিনি বলেন গত ৩০ নভেম্বর খুলনা মহানগরীর আদালত চত্বরে প্রধান ফটকের সামনে ফজলে রাব্বি রাজন( ৩০)ও হাসিব হাওলাদার কে( ৪০) প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়, এ ঘটনার সাথে সাথে র্যাব -৬ এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সমৃহ সংগ্রহ করে, এবং সিসি টিভি ফুটেজ ও মোবাইলে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে,
বুধবার( ১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টায় জোড়া হত্যাকাণ্ডের সাতে সরাসরি সম্পৃক্ত, যাকে মোবাইলে ধরণকৃত ভিডিও ফুটেজ সরাসরি দৃশ্যমান ইজাজুল হোসেন নামে এক অভিযুক্তকে রুপসা আইচগাতি এলাকা, হতে গ্রেফতার করা হয়, সে ওই এলাকার ফারুক হোসেনের ছেলে, গ্রেফতার ইজাজুল জোড়া হত্যাকান্ডের সাথে জড়িত, থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে, একই সঙ্গে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা ৭ জনের নাম প্রকাশ করেছে