তারেক রহমান দেশে প্রবর্তনের আগেই, জনগণকে ৪ কোটি ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা,
নিউজ -দৈনিক দেশের নিউজ ,
বিশেষ প্রতিনিধি-শেখ শহিদুল ইসলাম মিঠু/
জাতীয়তাবাদি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঘোষণা করেছেন ৪ কোটি ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, যে কার্ডটি দেওয়া হবে তার মধ্য আমরা দুটি উপায় রেখেছি, যেমন দুই হাজার থেকে ২৫ শ নগদ অর্থ , আবার সেই টাকার পরিমাণ খাদ্য সহায়তা, এই কার্ডটি পাবে বাড়ির গৃহিণী, এই কার্ডের উপকারভোগী, আমার স্ত্রী জোবায়দা রহমানের নাম ও আছে, কিন্তু তিনি এটি নিবেন না, তার এটি এর প্রয়োজন নাই, এটি শুধু দলের লোকদের জন্য নয়, প্রতিটি অসচ্চাল ফ্যামিলির জন্য, তিনি এই কার্ডটি কি তার বিশ্লেষণ করেছেন, এই কার্ডটি একটি ব্যাংক কার্ডের মত এই কার্ডটি আমরা দিব বাংলাদেশের মোট ৪ কোটি ফ্যামিলি আছে, আমরা জানতে পেরেছি ডাটার মাধ্যমে, এই কাডটিতে বেশি উপকারী পাবেন, রিক্সা চালক, মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, ভ্যানচালক, দিনমজুরি, একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, একজন মুদি দোকানদার, আমরা এই কার্ডটি দেওয়া শুরু করব গ্রাম থেকে, এটি আমরা দিব বাড়ির গৃহিণীকে, পরিবারের যে কর্ত্রি বা হাউসওয়াইফ আমরা তাকে এই কার্ডটি দিব, এই কাজটি আমি আমার দলের লোক দিয়ে বিশ্লেষণ করায়নি, করেছি আমি কিছু এক্সপার্ট লোক দিয়ে, এই কার্ডটি,একটি গ্রামে যদি ১০ টি পরিবার কে আমরা দিতে পারি তাহলে, কিছুটা হলেও সাপোর্ট পাবেন, এভাবে গ্রাম তারপর উপজেলা তারপর জেলা, বিভাগ, ইনশাল্লাহ আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব, এটাই হলো আমাদের ফ্যামিলি কার্ডের গল্প,
You sent