বিরলে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
নিউজ -,দৈনিক দেশের নিউজ ও অনলাইন সহ ই পেপার পএিকা নিউজ দেখুন। নিউজ-বিশেষ প্রতিনিধি বিরল দিনাজপুর-
মোঃ সাইফুল ইসলাম।
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে দিনাজপুরের বিরল পৌরসভার শঙ্করপুর বালাপুকুর ১ নং ওয়ার্ডের যুবসমাজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সদস্য, বিরল পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং আগামী পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ নুরুজ্জামান হোসেন (সোনাহার)।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ আসাদুল হক হীরা, সহ-সভাপতি, বিরল পৌর বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোঃ লুৎফর রহমান, দপ্তর সম্পাদক বিরল পৌর বিএনপি ও আহ্বায়ক বিরল উপজেলা তাঁতী দল;
মোঃ মামুনুর রশিদ, যুব বিষয়ক সম্পাদক বিরল পৌর বিএনপি ও যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী যুবদল বিরল পৌর শাখা;
মোঃ আমিনুল ইসলাম, সভাপতি পৌর ২ নং ওয়ার্ড বিএনপি;
মোঃ মমিনুল ইসলাম, আহ্বায়ক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিরল পৌর শাখা;
মোঃ সাইফুল ইসলাম, আহ্বায়ক জাতীয়তাবাদী শ্রমিক দল বিরল পৌর শাখা;
মোহাম্মদ আবুল কালাম আজাদ, সদস্য সচিব জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিরল পৌর শাখা;
মোঃ আতাউর রহমান, সদস্য জাতীয়তাবাদী যুবদল বিরল পৌর শাখা;
এছাড়াও মোঃ শিহাবসহ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মুক্তার হোসেন, সহ-সভাপতি ১ নং ওয়ার্ড পৌর বিএনপি ও যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিরল পৌর শাখা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিরল পৌর ১ নং ওয়ার্ড বিএনপি।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।