
শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা, রাজধানীসহ সারা দেশে,
নিউজ – দৈনিক দেশের নিউজ /নিউজ-বিশেষ প্রতিনিধি: শেখ শহিদুল ইসলাম মিঠু।
রাজধানীসহ সারা দেশে রাতে তাপমাত্রা আরো ও কমতে পারে, ফলে শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে, এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরাঅঞ্চল ও নদী অববাহিকায় কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা দিতে পারে,
বৃহস্পতিবার ( ২৫ ডিসেম্বর ) সকাল ৯ টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার পূর্বভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর,
এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎ সংলগ্ন এলাকায় অবস্থান করছে, একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার বর্ধিতাংশ উত্তর – পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, এর প্রভাব দেশের আবহাওয়ায় শুষ্কতা বজায় থাকলেও কুয়াশা ও তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে,
আজ প্রথম দিনে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুল্ক থাকতে পারে, তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে, এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস খেতে পারে,
দ্বিতীয় দিনের অর্থাৎ (২৬ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুল্ক থাকতে পারে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে পারে,
তৃতীয় দিনে (২৭ ডিসেম্বর) ও চতুর্থ দিনে (২৮ ডিসেম্বর) সারাদেশে একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে, এই দুই দিনেও আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুল্ক থাকতে পারে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে, চতুর্থ দিনে রাতেও দিনের সামান্য কমতে পারে,
পঞ্চম দিনে (২৯ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুল্ক থাকতে পারে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঅঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে,