
ঢাকা সহ সারাদেশে হাড় কাঁপানো শীতের মাঝে একটু স্বস্তির আশা,
নিউজ -দৈনিক দেশের নিউজ -এর বিশেষ প্রতিনিধি: শহিদুল ইসলাম মিঠু।
রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, মঙ্গলবার( ৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে শুরু করে, পরবর্তী ১২০ ঘন্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে,
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: হাফিজুর রহমান সই করা পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বধির্তাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে,
এদিকে সাধারণ জনজীবন এবং খেটে খাওয়া সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, চার দিন যাবত,কনকনে শীতে কাজকর্ম করতে পারছিনা, রোদের দেখা মিলছে না, ফুলতলা শীতের খাট এলাকায় কথা হয়, খন্দকার মুরাদুল ইসলামের সঙ্গে, মোল্লা আজিমুল ইসলাম সঙ্গে দুপুর দুই টার সময়, দুইটি দোকানের মাঝে গত চার দিন যাবত আগুন জালিয়ে রেখেছেন, সাধারণ মানুষের জন্য, কোনভাবেই নেভাতে দিচ্ছে না সাধারণ মানুষ, কথা হয় আগুনের কাছে থাকা, সৈয়দ শরিফুল, সৈয়দ ইবাদুল, মোল্লা সাকির, কাজী আক্তার মাহমুদ বিপ্লব, কাজী ভিটু,কুমারেস সরকার, দীর্ঘ চার দিন যাবত কনকনে শীতে কাজকর্ম করতে পারছে না,
এদিকে আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, মঙ্গলবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে,
এতে আরো বলা হয়, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগব্যবস্থা সামরিকভাবে ব্যহর্থ হতে পারে, এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারেন,
সারাদেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে,
বিজ্ঞপ্তি অনুযায়ী,( ৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুল্ক থাকতে পারে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে,
এতে বলা হয়, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরী নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগব্যবস্থা সামরিকভাবে ব্যাহত হতে পারে,
সারা দেশে রাতে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে,সারা দেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে,
পূর্বভাসে আরো বলা হয়েছে, আগামী, ১, ২, ও, ৩, জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুল্ক থাকতে পারে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের মাঝারি থেকে ঘন কুয়াশা, পড়তে পারে এবং তার দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে, সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে,
তবে ২ ও ৩, জানুয়ারি সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বধিত ৫ দিনের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে,