
নিউজ-দৈনিক দেশের নিউজ: বিশেষ প্রতিনিধি: শেখ শহিদুল ইসলাম মিঠু/
শীতের প্রকোপে কাঁপছে দেশ, কনকনে শীতে খেটে খাওয়া সাধারণ মানুষগুলো, নানান অসুবিধা ভোগ করছেন, সকাল হলে সূর্যের আলো দেখা মিলছে না, ফুলতলা শীতের ঘাট নামক স্থানে সাধারণ মানুষের খোঁজখবর নিতে গেলে, দেখা মিললো, খেটে খাওয়া একাধিক মানুষের সঙ্গে, চার দিন যাবত আগুন জ্বালিয়ে, দোকানদারি করছেন খন্দকার মুরাদুল ইসলাম, মোল্লা আজিমুল ইসলাম, কথা হলো তাদের সঙ্গে, বলছেন, চার দিন আগে জ্বালিয়েছি আগুন, এখন ও নেভানো হয়নি, সাধারণ মানুষ ও আমরা সবাই কাজকর্মে যেতে পারছি না কনকনে শীতে, সৈয়দ ইবাদুল, মোল্লা শাকির, কুমারেশ সরকার, আক্তার মাহমুদ বিপ্লব, জালাল মাস্টার,আকরাম শেখ, আগুনের চারপাশে বসে আছে,
এদিকে সারাদেশে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত, দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, (৩১ডিসেম্বর) পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে, তবে নতুন বছরের শুরুতে কিছুটা উন্নতি হতে পারে,
ঢাকা ও আশেপাশের এলাকায় মঙ্গলবার ও বুধবার একই ধরনের শীত ও কুয়াশার পূর্বাভাস রয়েছে, বৃহস্পতিবার থেকে দেশের কিছু অঞ্চলে রোদ দেখা দিতে পারে, এবং শুক্রবার নাগাদ প্রায় সারা দেশে পর্যান্ত সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা রয়েছে,
আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক জানান, দিনের তাপমাত্রা কম থাকায় শীতের অনুভূতি তীব্র, যদিও বর্তমানে শৈত্য প্রবাহ নেই, তবু অনুপস্থিতি জনজীবনে ভোগান্তি বাড়িয়েছে, নতুন বছরের শুরুতে সামরিক স্বস্তি মিললেও ৫ জানুয়ারির পর কিছু অঞ্চলে আবার শৈত্যপ্রবাহ ফিরে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া অফিস,