দিজাপুর বাজার: দিনাজপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত.
নিউজ -বিরল দিনাজপুর -বিশেষ প্রতিনিধি :মোঃ মোঃ সাইফুল ইসলাম।
অদ্য ০৫ জানুয়ারি ২০২৬ ইং, রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকার সময় পূর্ব নোটিশ মোতাবেক দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং–রাজ–২৪৫)-এর কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি ইউনিয়নের প্রধান কার্যালয় উত্তর গোসাইপুর (নিজস্ব ভবন), পিডিবি মোড়, সদর, দিনাজপুরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোঃ আনোয়ারুল হক। সভা পরিচালনা করেন ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ সাদাকাতুল বারী।
সভা শুরুর পূর্বে ইউনিয়নের সম্মানিত অর্থ সম্পাদক জনাব মোঃ স্বাধীন আহম্মেদ পবিত্র কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করেন। এরপর ইউনিয়নের অন্তর্ভুক্ত সকল মৃত শ্রমিক সদস্য ও নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
সভায় সভাপতির বক্তব্যে জনাব মোঃ আনোয়ারুল হক কার্যনির্বাহী পরিষদের মাসিক সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও স্বাগত জানান এবং সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।