দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত।
মোঃ সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি বিরল দিনাজপুর
দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-রাজ(২৪৫))–এর উদ্যোগে বিশেষ সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে দিনাজপুর সদর উত্তর গোসাইপুর পিডিবির মোড় প্রধান কার্যালয় (নিজস্ব ভবন) এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা। তিনি শ্রমিকদের শৃঙ্খলা বজায় রেখে আইন মেনে চলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিক-মালিক ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিবহন খাতকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মোঃ আনোয়ারুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ সাদা কাতুল বারী। তিনি শ্রমিকদের অধিকার, কল্যাণমূলক কার্যক্রম ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম দপ্তর, দিনাজপুর উপ-পরিচালক জনাব মোঃ ওসমান গনি এবং দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি জনাব সৈয়দ সপু আহমেদ। তাঁরা শ্রমিক ও মালিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে পরিবহন খাতের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাটি সঞ্চালনা করেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংলোরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব কুন্ডু। সভায় জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।