লামায় চোরাইকৃত দুইটি গরু ও টাকা উদ্ধার।
মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু, বান্দরবানঃ বান্দরবান পার্বত্য জেলার লামা থানা পুলিশের অভিযানে চোরাইকৃত দুইটি গরু ও টাকা উদ্ধারসহ চারজন চোরচক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে গরু বিক্রির নগদ ৬২ হাজার টাকাও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লামা থানাধীন ৫নং সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ঢেকিছড়া আন্দারী ফুলবাগান এলাকায় জনৈক থংপং ম্রো (২৪)-এর খামারবাড়ির গোয়ালঘর থেকে একটি ষাঁড় ও একটি গাভী গরু চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে লামা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলা দায়েরের পর সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদারের সার্বিক তত্ত্বাবধানে এবং লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল ও কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আতিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।
এসআই দীপন পালের নেতৃত্বে পুলিশ দল গত ১০ জানুয়ারি, ২০২৬ ইং, তারিখ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ১০টা ৪৫ মিনিট পর্যন্ত লামা থানা ও চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চারজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, আব্দুল করিম (২৫),মোহাম্মদ কামরুজ্জামান (২৫), মো. আবদুল করিম (২৩), সকলেই লামা থানাধীন সরই ইউনিয়নের বাসিন্দা ও মোবারেক আলী (৪৯), লোহাগাড়া থানা, চট্টগ্রাম জেলার বাসিন্দা।
গ্রেপ্তারকৃত আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া দুইটি গরু এবং গরু বিক্রির নগদ ৬২,০০০ (বাষট্টি হাজার) টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় খামারি ও সাধারণ জনগণ জানান।