
খুলনা বিভাগের ৩ জেলায় ডিসির রদবদল
খুলনা অফিস
দৈনিক দেশের নিউজ
খুলনা বিভাগের তিন জেলায় ডিসির রদবদল হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে খুলনায় পদায়ন করা হয়েছে। সেই সঙ্গে খুলনা বিভাগের আরো দুটি জেলার জেলা প্রশাসক রদবদল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (২৫ আগস্ট) জারি করা ওই প্রজ্ঞাপন অনুযায়ী কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এবং মেহেরপুরের জেলা প্রশাসক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মেহেরপুরের জেলা প্রশাসক মিজ্ সিফাত মেনহাজকে কুড়িগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়।