
খুলনা নগরীতে এক ঘন্টার ব্যবধানে ৪ খুনের ঘটনা,
শেখ শহিদুল ইসলাম মিঠু, বিশেষ প্রতিনিধ, নিউজ,দৈনিক দেশের নিউজ /
খুলনা নগরীর লবণচরা থানাধীন মুক্তা কমিশনার কালভাট দরবেশ গলি থেকে নানি সহ দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ,
রবিবার (১৬ নভেম্বর) রাত ৮ টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়, ঘটনাটি রহস্যজনক বলে জানিয়েছে পুলিশ, তাদের ধারণা দুপুরে হত্যাকাণ্ড ঘটলেও রাতে মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে,
নিহতরা হলেন — নানী মহিদুনেসা এবং তার দুই নাতি , মুস্তাকিম, (৮) ও ফাতিহা (৬) শিশু দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তবে নানীর মরদেহ লবণচরা থানার মুক্তা কমিশনার গলিতে রাখা হয়েছে,
এদিকে নগরীতে পূর্ব শত্রুতার জেরে, আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা, রবিবার(১৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন, করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে এ ঘটনা ঘটে,
নিহত আলাউদ্দিন ওই এলাকার বাসিন্দা মনা মুন্সির ছেলে,
সোনাডাঙ্গা মডেল থানার এস আই সুমন হাওলাদার জানান, আলাউদ্দিন করিমনগর এলাকার ইলোরা বেগমের বাড়ির ভাড়াটিয়া ছিলেন, সন্ধ্যায় তিনি স্ত্রীসহ ঘরের বারান্দার সিড়িতে বসে কথা বলছিলেন, এ সময় ৬–৭ জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে আলাউদ্দিনের সঙ্গে কথা বলতে থাকে, হঠাৎ তারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, দুটি গুলি তার বুকে ও পেটে লাগে, পরে তারা ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, ঘটনায়স্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে,
তিনি আরো ও বলেন, নিহত আলাউদ্দিন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন, এবং দীর্ঘদিন কারাভোগের পর মাত্র ১০ দিন আগে জামিনে মুক্তি পান, মুক্তির পর তিনি দিনমজুরের কাজ করতেন, তবে কোন কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি,