
দেশের মাটিতে পা রেখেই যেসব কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান,
দৈনিক দেশের নিউজ, বিশেষ প্রতিনিধি: শহিদুল ইসলাম মিঠু।
নেতাকর্মীদের অপেক্ষার আবসান ঘটতে যাচ্ছে, আর মাত্র কয়েক ঘন্টা পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশে প্রত্যাবর্তনের পরপরই নানান কর্মসূচিতে অংশ নিবেন তিনি, তার প্রথম কয়েক দিনের কর্মসূচির বিষয়ে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ,
তিনি বলেন, ইতিহাস হতে চলেছে, যার সাক্ষী হয়ে থাকবে দেশবাসী, তবে এ আয়োজনে জনদুর্ভোগ হবে, জাতির কাছে তাই আগাম দুঃখ প্রকাশ করছি,
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার ( ২৪ ডিসেম্বর ) দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন বিস্তারিত জানান সালাউদ্দিন আহমেদ,
তিনি বলেন, বিমানের নিয়মিত ফ্লাইটে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে রওনা করবেন তারেক রহমান, বৃহস্পতিবার সকাল ১১ টা ৫০ মিনিটে অবতরণ করবেন ঢাকায়, স্থায়ী কমিটির সদস্যরা তাকে অনাড়ম্বর সংবর্ধনা দেবে বিমানবন্দরে, এভারকেয়ার যাওয়ার পথে ৩০০ ফিট দেশবাসীর উদ্দেশ্যে কথা বলবেন অত্যান্ত সংক্ষিপ্তভাবে, তারেক রহমান ছাড়া অব্যর্থনা অনুষ্ঠানে অন্য কেউ বক্তব্য দেবেন না, এভারকেয়ার, থেকে চলে আসবেন বাসভবনে,
সালাউদ্দিন বলেন, ২৬ তারিখ বাদ জুম্মা বাসা থেকে বের হয়ে প্রথমে যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে, তারপর সাভার স্মৃতিসৌধ যাবেন, ২৭ তারিখ নির্বাচন কমিশনে ভোটার ও এনআইডি কার্ড কার্যক্রম সম্পন্ন করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন, এরপর পঙ্গু হাসপাতালে জুলাইয়ের আহত যোদ্ধাদের দেখতে যাবেন,
মানুষের দুর্ভোগ যেন না হয়, তাই সোহরাওয়াদী উদ্যানে কিংবা মানিক মিয়া এভি নিউয়ের মতো রাজধানীর কেন্দ্রে অভ্যর্থনা অনুষ্ঠান করা হয়নি উল্লেখ করে সালাউদ্দিন বলেন, বিএনপি’র পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা চান সাধারন মানুষের অসুবিধা ও কষ্টের জন্য, যা মানুষের দুর্ভোগের কারণ হয়, তারেক রহমান তা পছন্দ করেন না, নির্দেশনা পালনের শতভাগ চেষ্টা করার পর ও মানুষের আবেগের কারণে এ অনুষ্ঠান,
বিএনপি’র এ নেতা বলেন, ইতিহাস হতে চলেছে, যার সাক্ষী হয়ে থাকবে দেশবাসী, তবে এতো বড় অনুষ্ঠান ত্রুটিহীন করা ক্ষুদ্র কমিটির পক্ষে সম্ভব নয়, তাই শৃঙ্খলার সঙ্গে আয়োজনকে সফল করার আহ্বান জানাই, এবং এ আয়োজনে জনদুর্ভোগ হবে, জাতির কাছে এ বিষয়ে আগাম দুঃখ প্রকাশ করছি,
সার্বিক প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, অভ্যর্থনা অনুষ্ঠানে ২০ টি মেডিকেল টিম অ্যাম্বুলেন্স মঞ্চের কাছাকাছি ৬ শয্যার মেডিকেল ক্যাম্প ও আইসিইউ সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স থাকবে,