
জামায়াত নেতৃত্বাধীন জোটে যাচ্ছে এনসিপি, এলডিপি,ও এবিপার্টি,
দৈনিক দেশের নিউজ -বিশেষ প্রতিনিধি-শেখ শহিদুল ইসলাম মিঠু।
আসন সমঝোতা নিয়ে দুদিন ধরে অনেক দৌড় — ঝাঁপের পর সমঝোতায় পৌঁছাছে যুগপৎ শরিক আট দল, এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেলে জরুরি সম্মেলন আহা্ন করা হয়েছে আট দলের পক্ষ থেকে,
যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, আজ (২৮ ডিসেম্বর) রোববার আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে এক জরুরী সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে,বিকেলের সাড়ে ৪ টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে, যৌথ সংবাদ সম্মেলন থেকে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত জানানো হবে,
এ ব্যাপারে জানতে চাইলে জামায়াতে ইসলামীর আব্দুল হালিম বলেন, যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে আরো ও তিনটি রাজনৈতিক দল, দল তিনটি হচ্ছে, এলডিপি,এবিপার্টি, ও এনসিপি,
এলডিপি,ও এবিপার্টি যুক্ত হওয়ায় আসন সমঝোতায় ৩০ টি আসন পাচ্ছে না এনসিপি, এই সংখ্যাটি ২০/২৫,এর মধ্যে থাকছে, বাকি দুটি দল পাচ্ছে, ৫ টি আসন, বিকেলের সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান জামায়াতের এক শীর্ষ নেতা,