
সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে, উদ্ধার বাঘের খুলনায় চিকিৎসা শুরু,
নিউজ -দৈনিক দেশের নিউজ:,বিশেষ প্রতিনিধি:
শেখ:শহিদুল ইসলাম মিঠু।
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটিকে অবশেষে উদ্ধার করেছে বনবিভাগের বিশেষজ্ঞ দল রোববার (৪ জানুয়ারি) রাতে খুলনা বন্যপ্রাণী পূর্ণবাসন কেন্দ্রে বাঘটিকে আনার পর সেখানে শুরু হয়েছে চিকিৎসা,
এর আগে, ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন করে বাঘটিকে ফাঁদ থেকে উদ্ধার করা হয়, পরে বাঘটি খাঁচায় বন্দি করে খুলনা আনা হয়,
বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া পুরুষ বাঘটি পূর্ণবয়স্ক, বাঘের সামানের বাম পা ফাঁদে আটকে ছিল, ফলে পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে, ৪/৫ দিন ধরে বাঘটি ফাঁদে আটকে ছিল বলে ধারণা বন বিভাগের বিশেষজ্ঞ টিমের, মূলত শনিবার দুপুরের পর বন বিভাগের কাছে খবর আসে মোংলার শরকির খাল দিয়ে আধা কিলোমিটার ভেতরে হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকা পড়েছে, এরপর থেকে বাঘটি উদ্ধারে তৎপরতা শুরু করে তারা, বাঘটি উদ্ধারের জন্য ঢাকা থেকে ভেটেনারি সার্জনসহ বিশেষজ্ঞ দল আসে রোববার দুপুরে, এ ছাড়া উদ্ধারকাজে আসে খুলনা থেকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা,
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্চের ঢাংমারি স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির বলেন , বাঘটিকে উদ্ধার করে, খুলনা বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে, বাঘটি অসুস্থ হয়ে পড়ায় তার শরীরে ঔষধ ও স্যালাইন দেওয়া হচ্ছে, বাকি শারীরিক অবস্থা বেশি একটা ভালো না, খুলনায় চিকিৎসা শেষে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে,
বন বিভাগ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডাটা কো-অর্ডিনেটর মো: মফিজুর রহমান চৌধুরী বলেন, রোববার দুপুর আড়াইটার দিকে বাঘটিকে ট্রানকুইলাইজার দিয়ে অচেতন করা হয়, উদ্ধারের পর বাঘটিকে চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছে,
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, উদ্ধারের পর বাঘটিকে চিকিৎসা দিতে খুলনা বন্যপ্রাণী পূর্ণবাসন কেন্দ্রে আনা হয়েছে, সেখানে বাঘটির চিকিৎসা চলছে , চিকিৎসার জন্য গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন জুলকার নাইম খুলনায় এসেছেন,