
আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জামান সুরভীর দুই দিনের রিমান্ড।
নিউজ-দৈনিক দেশের নিউজ -বিশেষ প্রতিনিধি:মোঃ শহিদুল ইসলাম মিঠু।
আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জামান সুরভীর বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলায় দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত, আজ সোমবার,( ৫ জানুয়ারি ) গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত -২ এর বিচারক শুনানি শেষে এ আদেশ দেন,
কালৈয়কৈর থানার পুলিশ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন, বিষয়টি নিশ্চিত করেছেন সুরভীর আইনজীবী এডভোকেট রাশেদ খান,
এর আগে গত ২৫ ডিসেম্বর গাজীপুরে নিজ বাসা থেকে তহরিমা জামান সুরভিকে গ্রেফতার করা হয়, গ্রেপ্তারের পর বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয় গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র, তদন্তে উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জামান সুরভীই ওই চক্রের মূল নেতৃত্বে ছিলেন, অভিযোগ অনুযায়ী, চক্রটি বিভিন্ন ভুক্তভোগী কাজ থেকে, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি মাধ্যমে ৫০ কোটি টাকা আদায় করেছেন,
মামলার বিবরণ সূত্রে গণমাধ্যমে আর ও বলা হয়, গত বছরের জুলাই আগস্ট, আন্দোলনের সময়, গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়, আসামি বানানো পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখানোর পাশাপাশি মীমাংসা করে দেওয়ার প্রলোভনে বিপুল অংকের টাকা দাবি ও আদায় করা হয়,
এ বিষয়ে সুরভীর আইনজীবী এডভোকেট রাশেদ খান বলেন, মামলায় এখন পর্যন্ত কোন জব্দ তালিকা নেই এবং কোন চার্জশিট ও দাখিল হয়নি, কবে নাগাদ চার্জশিট দেওয়া হবে তা জানা নেই, এর আগে আদালত সুরভীর জামিন আবেদন না মঞ্জুর করেন, আজ শুনানিতে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের পুলিশের রিমান্ড মনজুর করেন,
তাহরিমার বাবা মো: সেলিম বলেন যখন আমার মেয়ে তাহরিমাকে গ্রেপ্তার করে তখন আমি বাসায় ছিলাম না,
আমি ৪০ দিন তাবলিগের চিল্লাই চলে আসি, জুলাই আন্দোলনে সরকার পতনের সময় আমার মেয়ে অংশগ্রহণ করে, তার বয়স ১৮ বছর, তবে আমার মেয়ের বিরুদ্ধে সব মিথ্যা অভিযোগ আনা হয়েছে