
দিজাপুর বাজার: বিরল উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউজ-দৈনিক দেশের নিউজ/ -বিশেষ প্রতিনিধি -বিরল দিনাজপুর মোঃ সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি বিরল দিনাজপুর
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিরল উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অংগ সহযোগী সংগঠনসমূহের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন ও প্রচার সম্পাদক এম আক্কাস এর যৌথ সঞ্চালনায় দোয়া মাহফিলে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি এড. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, পৌর বিএনপি’র সহ সভাপতি আসাদুল হক হিরা, শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাসুদ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোমিনুর ইসলাম, জাহিদ হাসান বুলেট, রোস্তম আলী, পৌরযুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, জাহাঙ্গির আলম, উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক আবু সাঈদ মন্ডল, সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোমিনুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম, সদস্য সচিব সিহাব ইমতিয়াজ, শ্রমিকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ শাহজাহান আলী প্রমূখ উপস্থিত ছিলেন। মুনাজাত পরিচালনা করেন পৌর ওলামাদলের আহ্বায়ক হাফেজ মাওলানা ফেরদৌস আলম।