
বিরলে দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল)।
মোঃ সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি বিরল দিনাজপুর
তীব্র শীত ও হিমেল হাওয়ায় দিনাজপুর অঞ্চল তথা বিরলবাসী যখন ঠান্ডায় যুবথুবু তখন অসহায় ও দুস্থদের উষ্ণতা দিতে কিছুটা এগিয়ে আসলেন বেস্টউল সোয়েটার কোম্পানির নির্বাহী পরিচালক মো. সিয়ামুল হাসান সিয়াম। তার নিজস্ব অর্থায়নে এবং কোম্পানির ম্যানেজার হাজী মো. আব্দুল জব্বারের সার্বিক সহযোগিতায় বিরলে প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের বিরল ঝাড়পুকুর গ্রামে অত্র গ্রামের আশেপাশের আরও তিনটি গ্রামের অসহায় ও দুস্থদের মাঝে ১৮৪টি শীতবস্ত্র (কম্বল), ১০টি পবিত্র কুরআন মাজীদ, ১০টি জায়নামাজ, ২০টি হিজাব ও ৪৫টি হিজাবী টুপি বিতরণ করা হয়।
এ সময় বেস্টউল সোয়েটার কোম্পানির ম্যানেজার হাজী মো. আব্দুল জব্বার জানান, আপনাদের কথা চিন্তা করেই আমাদের স্যার (পরিচালক মো. সিয়ামুল হাসান সিয়াম) এই শীতে কিছু উষ্ণতা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ গ্রহণ করেছেন। ভবিষ্যতে উনি আরও বৃহৎ পরিসরে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
এ সময় বিরল উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাবেক চেয়ারম্যান আক্কারুল ইসলাম, অত্র ওয়ার্ডের সদস্য আব্দুর রউফ (মেম্বার) প্রমূখ উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ পূর্ব মুহূর্তে দোয়া পরিচালনা করেন বিরল থানা জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ ক্বারী মাওলানা মো. শহিদুল ইসলাম।