1. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  2. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এয়োদশ নির্বাচনে দায়িত্বে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করলো, পিবিআই। দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন: জেএসএফ বাংলাদেশ খুলনায় মাদকসহ শীর্ষ কারবারি গ্রেপ্তার। বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের অনুরোধ আইসিসির, সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি সত্তরের দশকের ছাত্র রাজনীতির অন‍্যতম সংগঠক সিরাজুল আলম খুলনা জেলায় রঙিন ফুলকপির চাষে নতুন স্বপ্ন কৃষকের। খুলনা শিরোমনি সিআইডি অফিসে চতুর্থ তলায় আগুন।  বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে মনোনয়ন পেলেন সেলিমা রহমান। দৈনিক দেশের নিউজ বিশেষ

হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করলো, পিবিআই।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করলো, পিবিআই।

শেখ শহিদুল ইসলাম মিঠু, বিশেষ প্রতিনিধি, দৈনিক দেশের নিউজ।

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্ত ব্যক্তিদের অব্যাহতির কারণ ব্যাখ্যা করছে পুলিশ ব্যাুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) সংস্থাটি জানিয়েছে, মামলাটির তদন্তে অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি, বরং মামলার ভিকটিম ও তথ্যের সত্যতা নিয়েই গুরুতর অসংগতি পাওয়া গেছে, মঙ্গলবার বিকেলে পিবিআই সদর দপ্তর গণমাধ্যমে এই ব্যাখ্যা পাঠায়,

পিববআই জানায়, তারা বৈষম্য বিরোধী আন্দোলন – সংশ্লিষ্ট সব মামলা আন্তরিকতার সঙ্গে তদন্ত করেছে, ইতিমধ্য আন্দোলনকে ঘিরে দায়ের হাওয়া ১৭ টি জিআর মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার আদালতে চার্জশিট (অভিযোগপএ)জমা দেওয়া হয়েছে, পাশাপাশি ৬৭ টি সিআর মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিবেদন জমা দেওয়া হয়,

সাম্প্রতি ধানমন্ডি থানার একটি হতেচেষ্টা মামলায় (মামলা নম্বর ০১ তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪)
ফাইনাল রিপোর্ট (চূড়ান্ত প্রতিবেদন) আদালতে দাখিল করাকে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়, ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৩ জনকে আসামি করা হয়েছিল,

পিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর শরিফ (৩৭) নামের এক ব্যক্তি ধানমন্ডি থানায় মামলাটি করেন, মামলায় ভিকটিম হিসেবে উল্লেখ করা হয় শাহেদ আলী (২৭) নামের এক যুবককে, যাকে বাধীর ছোট ভাই বলা হয়, এ ছাড়া আহত হিসেবে আর ও নয়জনের নাম উল্লেখ করা হয়, তবে তাদের পূর্ণাঙ্গ ঠিকানা বা পরিচয় দেওয়া হয়নি, ঘটনার স্থান হিসেবে ধানমন্ডি ২৭ এলাকার মিনা বাজারের আশপাশ এবং ঘটনার সময় গত বছরের ৪ আগস্ট বেলা ১১ টা উল্লেখ করা হয়,

তদন্তে নেমে পিবিআই জানতে পারে, এজাহারে উল্লেখিত ঠিকানা অনুযায়ী সাহেদ আলী নামের কেউ কখনো সেখানে বসবাস করেননি, বাঁদীর ঠিকানায় ও তার অস্তিত্ব পাওয়া যায়নি, তদন্তে আরো ও উটে আসে, সাহেদ আলী বাঁদীর ভাই নন, তার নামে এজাহারে উল্লেখ করা জাতীয় পরিচয় পত্রটি ভুয়া এবং সেটির সঙ্গে কোনো মোবাইল নম্বর নিবন্ধিত নেই,

এজাহারে ভিকটিমের ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে সীমান্ত স্কয়ারের নাম উল্লেখ করা হলেও মার্কেট কমিটির সঙ্গে লিখিত ও সরাসরি যোগাযোগ করে ও ওই নামে কোনো ব্যক্তির তথ্য পাওয়া যায়নি, আহত হিসেবে উল্লেখ করা অন্যদের বিষয়ে যাচাই করতে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, পূর্ণাঙ্গ ঠিকানা ও সুনির্দিষ্ট তথ্য না থাকায় তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি, এসব তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়া মামলাটির ফাইনাল রিপোর্ট দাখিল করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই,

উল্লেখ্য ধানমন্ডি থানায় করা ওই হত্যাচেষ্টা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১১৩ জনের অব্যাহতির সুপারিশের বিষয়টি গতকাল সোমবার নিশ্চিত করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই আবুল বাশার, তিনি জানান, সম্প্রতি ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পিবিআই, এ মামলার পরবর্তী শুনানের জন্য আগামী ৩ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট