
আসন্ন পথের বাজার বণিক সমিতির দ্বী বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনোনোয়ন জমা দিলেন রুহুল কুদ্দুস।
নিউজ -বিশেশ প্রতিনিধি-রেজোয়ান রাজাঃ
নিউজ-দৈনিক দেশের নিউজ /অনলাইন ও ই পেপার সহ পএিকার নিউজ দেখুন।
মশিয়ালী সিরাতুন্নবী সঃ মহিলা মাদ্রাসার বারবার নির্বাচিত সভাপতি , এবং পথের বাজার বণিক সমিতির বারবার নির্বাচিত সভাপতি মোঃ রুহুল কুদ্দুল লস্কার ২০২৫ সালের নির্বাচনে পুনারায় সভাপতি পদে মনোনোয়ন জমা দেন। যাতে মশিয়ালী সিরাতুন্নবী সঃ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালত রেজোয়ান আকুঞ্জী রাজা ও মুহতামিম মুফতি বায়জিদ হুসাইন দোয়া ও সফলতা কামনা করেন। এবং মাদ্রাসায় সকলকে দোয়া করার জন্য অনুরোধ করেন। জানাজায়, আজ ১লা নভেম্বার ২০২৫ বাজারের বণিক ও মুরব্বীদের সাথে করে সভাপতির মনোনোয়ন ফরম জমা দেন। এবং বাজারে বিভিন্ন দোকানদারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।